একটি ছোটখাটো ব্লগ । খুব গোছালো ভাবে কিছু করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ঠিক করেছি অগোছালো ভাবেই চালাবো ।

Programming

Other

যদি ভালোবাসতে জানে
___রুদ্র গোস্বামী

হাতে ফুল নিয়ে
প্রেমিকের মতো দাঁড়িয়েছিল কৃষ্ণচূড়া।
কৃষ্ণচূড়ার ছায়া বুকে নিয়ে জল ছিল চুপ।

খবর পেয়ে, কোত্থেকে ছুটে এলো দস্যু এক হাওয়া
কৃষ্ণচূড়ার হাতের ফুল হ্যাঁচকা টানে ছিঁড়ে,
জলের ঝুঁটি ধরে ঝাঁকিয়ে দিয়ে বলল, "এত সাহস তোর?
যাকে-তাকে ঘর দিয়েছিস বুকে?"
তারপর জলের হাত ধরে ছোঁ-মেরে নিয়ে গেল,
দস্যু হাওয়া যেমন যায়।

কৃষ্ণচূড়া তখন ছন্নছাড়া বেকার,
আর জল ছিল এক্কেবারে নাবালিকা।
ওদের সাথেও তেমন হল,
ঠিক এই বয়সি আর পাঁচটা প্রেমের যেমন হয়।
জলের পায়ে পড়ল নিষেধ-বারণ শিকল,
আর কৃষ্ণচূড়া নেশা ধরল, একলা হল,
হৃদয় ভাঙা প্রেমিক যেমন হয়।

এই কথাটা ভাবতে পারা যেত।

এই কথাটাই ভাবতে পারা যেত,
জল যদি না রুখে দিত দস্যু হাওয়ার হাত।
জল যদি না হাত ছাড়িয়ে ছুট্টে যেত কৃষ্ণচূড়ার কাছে।

তোমরা বলতে পারো,
"ওই একরত্তি এক মেয়ে, সাহস কী তার!
অমন তেজী হাওয়ার সাথে লড়ে?"
লড়বে না তো কি?
ভালোবাসায় পিঁপড়েতেও পাহাড় ডিঙোয়,
লোকে বুকের ভিতর আকাশ পোষে ভালোবাসার টানে
লড়াটা কি কঠিন এমন, যদি ভালোবাসতে জানে?


No comments:

Post a Comment