একটি ছোটখাটো ব্লগ । খুব গোছালো ভাবে কিছু করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ঠিক করেছি অগোছালো ভাবেই চালাবো ।

Programming

Other

আবোল তাবোল পাঠশালায় সবাইকে স্বাগতম ।
নামের মতই আবোল তাবোল চিন্তা করে এই ব্লগ লিখা শুরু করছি ।
মূলত আমি নিজের জন্যেই লিখব তবে সেই লিখা যদি কারো উপকারে আসে তবে তা আমার পূন্যভাগ্য ...

সুকুমার রায়ের আবোল তাবোল  কবিতাটা মনে পরছে ...

আয়রে ভোলা খেয়াল‐খোলা
স্বপনদোলা নাচিয়ে আয়,
আয়রে পাগল আবোল তাবোল
মত্ত মাদল বাজিয়ে আয়।
আয় যেখানে ক্ষ্যাপার গানে
নাইকো মানে নাইকো সুর,
আয়রে যেথায় উধাও হাওয়ায়
মন ভেসে যায় কোন সুদূর।।

আয় ক্ষ্যাপা‐মন ঘুচিয়ে বাঁধন
জাগিয়ে নাচন তাধিন্ ধিন্,
আয় বেয়াড়া সৃষ্টিছাড়া
নিয়মহারা হিসাবহীন।
আজগুবি চাল বেঠিক বেতাল
মাতবি মাতাল রঙ্গেতে—
আয়রে তবে ভুলের ভবে
অসম্ভবের ছন্দেতে॥

অসম্ভবের ছন্দেতে ছন্দ মিলিয়ে তাই চল পা বাড়াই আমরা সবাই ... 

No comments:

Post a Comment