একটি ছোটখাটো ব্লগ । খুব গোছালো ভাবে কিছু করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ঠিক করেছি অগোছালো ভাবেই চালাবো ।

Programming

Other

" রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ " আমার অন্যতম পছন্দের কবিদের একজন । "প্রতিবাদী রোমান্টিক " নামে পরিচিতি পাওয়া এই কবি তার মাত্র ৩৫ বছরের (জন্ম: ১৯৫৬ সালের ১৬ অক্টোবর, মৃত্যু: ১৯৯১ সালের ২১ জুন) জীবনীতে সৃষ্টি করে গেছেন অনেক অসাধারন সব শিল্প । তার লিখা প্রিয় একটি কবিতাঃ

পরাজিত নই পলাতক নই 

আর যাই হোক পলাতক নই-
হয়তো পারিনি জীবনের সব প্রাপ্য মেটাতে
হয়তো অনেক অনিয়ম এনে গড়েছি নিয়ম
হয়তো স্বজন প্রিয় মানুষের নিষেধ মানিনি,
বন্ধন ছিঁড়ে ব্যবধানকেই আপন ভেবেছি বেশি।

অনাহার কতো এসেছে করাল
বন্যায় ঝড়ে ভেসে গেছে কতো নীড়ের জ্যোৎস্না,
কতোবার আশা ঢেকেছে করুন বেওয়ারিশ লাশে
কতোবার প্রেম বারুদের বিষে হয়েছে কাতর
নির্মমতার নিচে একশত জ্বলন্ত নাগাসাকি-

তবু উন্নত সবল করোটি
তবু দুই হাতে পাথর কাটার প্রাচীন গন্ধ,
তবু বেদনাকে শোনিতে সাজিয়ে বলি প্রিয়তম
বলি সভ্যতা অপরূপ,সারা শরীরে আমার
লেগে আছে আজো আদিম জীবন,বিশ শতকের ধুলো।

আর যাই হোক পরাজিত নই
শত শতাব্দী হেঁটে আসা দেহ হয়তো ক্লান্ত..
কিছুটা হয়তো বিশ্রাম চায় অণু-পরমাণু,
কিংবা হয়তো আরো দূর পথ যেতে হবে জেনে
ছুটবার আগে একটু সময় পেছনের দিকে ফেরা
একটু সময় সময়ের দিকে ফেরা ।


___________"রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ"

*আরো রুদ্র পড়ুন এখানে ।

হয়তো এখন সময় খারাপ তবে ভাল সময় ও আসবে যদি ও কেবল যদি তার জন্য ছুটে চলো ...

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. আপনি নিজেও তো অনেক চমৎকার কবিতা লেখেন... আপনার নিজের লেখা কবিতা কবে আপনার ব্লগে পাবো?

    ReplyDelete
  3. রুদ্র এর মত আমার কবিতা ও অন্য কেউ তার ব্লগে শেয়ার করবে মনে হয়

    ReplyDelete